শিমুল হাছান :
শিশুটি গিয়েছিল মসজিদে নামাজ আদায় করতে। মাগরীবের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে শিশুটি ঘরের ২০-৩০ দূর থেকে নিখোঁজ হয়। শিশু নিখোঁজ হওয়ার ৫ দিন পর নিজ বাড়ি লাগোয়া জমি থেকেই মাটিচাপা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
শিশুটিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শিশু সোহানের বাবা আনোয়ার হোসেন শুক্রবার (১৯ মে) রাতে বাদী হয়ে অজ্ঞাত লোকজনকে আসামী করে মামলা দায়ের করে। পুলিশ ওই দিনই পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদার বাড়ির পাশে একটি ঘাসের জমি থেকে মাটিচাপা অবস্থায় শিশু সোহানের মরদেহ উদ্ধার করে।
এদিকে শিশু আদিল মাহমুদ সোহান মৃত্যুর রহস্য উদঘাটন করতে কাজ করছেন সিআইডি, ডিবি, পিআইবি ও থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সোহানের বাবা আনোয়ার হোসেন একজন দিনমজুর। যখন যেই কাজ পায়, সেই কাজ করেন। কি কারণে শিশুটিকে হত্যা করা হলো তার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, শিশু সোহানের বাব আনোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা (নং-৩৮, তাং-১৯/৫/২০২৩)। পুলিশ তদন্ত অব্যাহত রেয়েছে। এখন পর্যন্ত কোন আটক নেই। তবে আশা করছি দ্রুত সোহানের হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আটক করতে সক্ষম হবো।