নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে শুক্রবার আরো ১০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন, হাজীগঞ্জের ৩জন, ফরিদগঞ্জের ১জন ও মতলব দক্ষিণের ১জন রয়েছেন। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩৩৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১৮জন। সুস্থ হয়েছেন ৩৭৮৯জন।
বর্তমানে চিকিৎসাধীন ৪২৭জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার ৭৮জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ ১০জন।