নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার (২৮ মে) আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, মতলব দক্ষিণের ১জন ও হাইমচরের ১জন রয়েছেন। একই দিনে ৩০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১জন, মতলব দক্ষিণের ৪জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ৪জন, শাহরাস্তির ৬জন ও কচুয়ার ৩জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৭৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২২জন। সুস্থ হয়েছেন ৪৩২৪জন। বর্তমানে চিকিৎসাধীন ২২৭জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।