চাঁদপুরে শেষ কর্মদিবস পর্যন্ত পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবো : জেলা প্রশাসক কামরুল হাসান

শরীফুল ইসলাম :
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সাংবাদিকদের সকলের চোখ মিলে আমার তৃতীয় আরেকটি চোখ, যা দিয়ে আমি চাঁদপুরের সমস্যা এবং সম্ভাবনাগুলো দেখতে চাই। আমি সবসময় ইতিবাচক মনভাবের মানুষ। আমি সমালোচনা গ্রহণ করতে পারি। সাংবাদিকদের লেখার হাত হবে উন্মুক্ত। সেই হাতে আমরা কখনোই শিকল লাগাতে যাবো না। যদি খুব ক্রটি-বিচ্যুতি কিছু থাকে, তবে সম্ভব হলে রিপোর্ট করার আগে আমাদের সাথে একটু আলোচনা করে নেওয়ার অনুরোধ রইলো।

তিনি আরও বলেন, আমি এই সভার মাধ্যমে চাঁদপুর সম্পর্কে অনেক তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করলাম। আজকের এ সভাটি নাকেরলে হয়তো পরবর্তী ছয় মাস সময় লেগে যেত এসকল তথ্য জানতে। এখান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়েই আমার কর্মপরিকল্পনা সাজাবো। সম্ভব হলে প্রতি ৩ মাস অন্তর অন্তর এই রকম সভা করে আমাদের কাজের অগ্রগতির ফলোআপ তুলে ধরবো।

সভায় চাঁদপুরের সাংবাদিকরা তাদের বক্তব্যে নবাগত জেলা প্রশাসকের কাছে বিভিন্ন পরামর্শ এবং প্রস্তাবনা তুলে ধরেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, চাঁদপুরে দ্রæত একটি আধুনিক নৌ-বন্দর গড়ে তোলা, একটি শিশু পার্ক তৈরি করা, শহরের লেকটি সংস্কার, চাঁদপুরে যানজট নিরসন, চাঁদপুর-রায়পুর সেতুর টোল আদায় বন্ধ করা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ রাখা, জেলা শিল্পকলা একাডেমির জিন্নদশা থেকে উত্তরণ।

এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং চাঁদপুর মেডিকেল কলেজ অতিদ্রæত যাতে তার নিজস্ব ক্যাম্পাসে যেতে পারে। পাশাপাশি গঠনমূলক সংবাদ লেখার জন্য কোন সাংবাদিক যেন হেনস্তা বা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও সজাগ থাকার অনুরোধ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের পরিচালনায় জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন প্রস্তাবনা জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শহাদাত, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটোয়ারী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, ল²ণ চন্দ্র সূত্রধর, জি এম শাহীন, এ এইচ এম এম আহসান উল্যাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রহমান, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলম পলাশ, বর্তমান সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি অভিজিত রায়, সাংবাদিক শাহাদাৎ হোসেন শান্ত, ইব্রাহিম রনি, শাওন পাটওয়ারী, তালহা জোবায়ের, শরীফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)