ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৃতের নিকটাত্মীয় সূত্রে জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের মৃত মহিন উদ্দিন পাটোয়ারীর পুত্র ৩ সন্তানের জনক মো. আঃ গোফরান পাটোয়ারী (৫০) বুধবার সকাল ৬টায় পুকুরের ঘাটলায় গোসল করার সময় একটি বিষধর তাকে কামড়ে দেয়।
ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সকাল সোয়া ১০টার দিকে পরিবারের লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা সংকটাপন্ন দেখে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক কুমেক হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।