শরীফুল ইসলাম :
জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের উদ্যোগে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নের সামনে শনিবার (১৩ জুন) নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে।
শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি চিকিৎসক টিম গর্ভবতী মায়েদের এবং স্ত্রীরোগের বিভিন্ন সমস্যার বিনামূল্যে পরামর্শ ও জরুরী ঔষধ প্রদান সেবা প্রদান করা হবে।
বিষয়টি নিশ্চত করেছেন কুমিল্লা সেনানিবাসের লে. কর্ণেল নাজমুল হুদা খান।
তিনি জানান, চাঁদপুর সিভিল সার্জন অফিসের অধীনস্থ গাইনী বিশেষজ্ঞ এবং চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকবৃন্দ ও এ স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে অংশ নেবেন।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন ও সদর হাসপাতালের চিকিৎসক ডা. তাবেন্দাও থাকবেন।
সকলকে যথাসময়ে উপস্থিত থেকে এই সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।