নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে সোমবার (২৪ মে) আরো ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৯জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ৪জন, শাহরাস্তির ৫জন ও হাইমচরের ২জন রয়েছেন। একই দিনে ১০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭জন ও হাইমচরের ৩জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬২৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২০জন। সুস্থ হয়েছেন ৪২২১জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮২জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৬জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার ১৪৮জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ২৩জনের করোনা পজেটিভ।