চাঁদপুরে সোমবার ৩৭জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার আরো ৩৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৩জন, মতলব উত্তর ২, মতলব দক্ষিণের ৩জন, হাজীগঞ্জের ৬জন, ফরিদগঞ্জের ১জন, কচুয়া ১জন, শাহরাস্তির ১জন রয়েছেন। একই দিনে ২৪জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৯জন, মতলব দক্ষিণের ১জন, হাইমচরের ১জন, হাজীগঞ্জের ১জন, কচুয়ার ১জন ও ফরিদগঞ্জের ১জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৬৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১০৩জন। সুস্থ হয়েছেন ২৯৭৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৯০জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৬জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার (১১ এপ্রিল) দিনভর সারা জেলায় ১৮৯জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৭জন করোনায় আক্রান্ত, বাকী ১৫২জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

 

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)