নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের বিটি রোড এলাকায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে সড়ক থেকে জোরপূর্বক তুলে নিয়ে কোমল পানীয়ের সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. রিপন প্রধানীয়া (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার (২৯ মে) বিকেলে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দেন। যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় (৭ ধারায়) আসামীকে অপহরণের অপরাধে আরো ১৪ বছরের সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
কারাদন্ডপ্রাপ্ত আসামী রিপন প্রধানীয়া চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত নোয়াব আলী প্রধানীয়ার ছেলে। তার বর্তমান ঠিকানা হচ্ছে শহরের বিটি রোড।