শরীফুল ইসলাম :
ভ্রাম্যমাণ আদালতের আদেশে কচুয়ার একটি প্রাইভেট হাসপাতালকে সিলগালা করা হয়েছে। এসময় হাসপাতালের মালিককে জেল ও জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে কচুয়া পৌরসভা এলাকার সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিকে সিভিল সার্জন ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। এসময় চাঁদপুর সিভিল সার্জন ডা.মো. সাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান জানান, অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই হাসপাতালে সিজার অপারেশন করায় ভোক্তাধিকার সংরক্ষণ ও মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশে ক্লিনিকের মালিক দিপু সরকারকে ১ লাখ টাকা জরিমানা, ১৫ দিনের জেল ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া যেসব ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই ওইসব প্রতিষ্ঠনকে ১৫ দিনের মধ্যে নবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়।