শাওন পাটওয়ারী :
চাঁদপুরে ১২০০ পিস ইয়াবাসহ ৮ মাসের অন্তসত্বা রহিমা বেগম (৩৫) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী লঞ্চঘাট এলাকায় সিএনজি স্ট্যান্ডের সামনে কক্সবাজারের আব্দুল হাকিমের স্ত্রী রহিমা বেগমের (৩৫) ভ্যানটি ভ্যাগ তল্লাশী করে ১২০০ পিস ইয়াবাসহ রহিমা বেগমকে হাতেনাতে গ্রেফতার করেন।
আটক রহিমা বেগমের সাথে তার ২ বছরের পুত্র সন্তান ছিল। সে নিজে ৮ মাসের অন্তসত্বা।
আটক রহিমা বেগম ৫ হাজার টাকার বিনিময়ে চাঁদপুরে ইয়াবাগুলো পৌঁছে দিতে এসেছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।