নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের কচুয়ায় রিলাক্স বাসে অভিযান চালিয়ে জিসান আলী (২৪) ও মোঃ পলাশ (২৩) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়া উপজেলার খাজুরিয়া যাত্রী চাউনীর সামনে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে রিলাক্স বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ জিসান ও পলাশকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী জিসান আলী চাপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামডুলা গ্রামের জামাল হোসেনের ছেলে। জেলার গোমস্তাপুর উপজেলা লেবুডাঙ্গা গ্রামের আতাউর ছেলে মো. পলাশ।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত জিসান আলী ও মো. পলাশের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়েছে।