চাঁদপুরে ১৩জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ৫.২২%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২৪৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৫.২২%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন, মতলব দক্ষিণের ১জন, হাজীগঞ্জের ২জন, মতলব উত্তরের ২জন ও কচুয়ার ৩জন রয়েছেন। একই দিনে ৪৪জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৫জন, হাইমচরের ৫জন, শাহরাস্তির ৭জন, কচুয়ার ৫জন, ফরিদগঞ্জের ৭জন ও মতলব দক্ষিণের ৫জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭৩৭জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৩৪২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬১জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)