চাঁদপুরে ১৮জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ৭.২০%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২৫০টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৭.২০%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন, শাহরাস্তির ২জন, মতলব উত্তরের ২জন, হাজীগঞ্জের ৩জন ও ফরিদগঞ্জের ৩জন রয়েছেন। একই দিনে ৪৪জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৮জন, হাজীগঞ্জের ৮জন, শাহরাস্তির ১জন, কচুয়ার ১জন, ফরিদগঞ্জের ২জন ও মতলব উত্তরের ৪জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭২৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪২৯৮জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯২জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন২১জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)