নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ মানিক (২৪) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে মতলব দক্ষিণ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ওই থানায় এজাহার দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়, এসআই মোঃ মোতাহের হোসেন শাহীন, এএসআই এনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ওই আটকের ঘটনা ঘটে। মতলব দক্ষিণ উপজেলাধীন পূর্ব বাড়ৈগাঁও জোরপুল-নারায়নপুর রোডের জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃ মানিক একই উপজেলার পূর্ব বাড়ৈগাঁও গ্রামের প্রধানীয়া বাড়ির মোঃ হানিফের ছেলে।