চাঁদপুরে ২জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার আরো ২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন ও শাহরাস্তির ১জন। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৩০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৬জন। সুস্থ হয়েছেন ২৫৮১জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৩জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৩৩টি রিপোর্ট আসে। এর মধ্যে ২টি করোনা পজেটিভ। বাকী ৩১টি করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৩০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১৮০জন, ফরিদগঞ্জে ৩০১জন, মতলব দক্ষিণে ২৯৬জন, শাহরাস্তিতে ২৫২জন, হাজীগঞ্জে ২২৯জন, মতলব উত্তরে ২০৬জন, হাইমচরে ১৭২জন ও কচুয়ায় ৯৪জন।

করোনায় জেলায় মোট ৮৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৭জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৩জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)