নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বুধবার আরো ২০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন, হাজীগঞ্জের ৪জন, ফরিদগঞ্জের ৪জন, শাহরাস্তির ৩জন ও মতলব দক্ষিণের ১জন রয়েছেন। একই দিনে ৩১জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৮জন, মতলব উত্তরের ৩জন, ফরিদগঞ্জের ৭জন, হাজীগঞ্জের ১জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ১জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৯৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১৮জন। সুস্থ হয়েছেন ৩৭৫৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৪২৩জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার ৯৪জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ ২০জন।