নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বুধবার আরো ২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৫জন, শাহরাস্তির ৩জন, ফরিদগঞ্জের ১জন, মতলব দক্ষিণের ১জন ও কচুয়ার ১জন। চাঁদপুর সদর উপজেলায় নতুন আক্রান্তদের মধ্যে শহরের গুয়াখোলা রোডের এক পরিবারের ৫জন সদস্যও রয়েছেন। তবে এ দিন জেলার কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৬৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯৩জন। সুস্থ হয়েছেন ২৮২৮জন। বর্তমানে চিকিৎসাধীন ২৪৮জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৩জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার দিনভর সারা জেলায় ১৭০জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২১জন করোনায় আক্রান্ত, বাকী ১৪৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩১৪৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৪১৬জন, ফরিদগঞ্জে ৩৪১জন, মতলব দক্ষিণে ৩২৫জন, শাহরাস্তিতে ২৮০জন, হাজীগঞ্জে ২৭৮জন, মতলব উত্তরে ২৩৪জন, হাইমচরে ১৮২জন ও কচুয়ায় ১১৩জন।
করোনায় জেলায় মোট ৯৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।