চাঁদপুরে ২৩জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ২৩জনের করোনার শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন, ফরিদগঞ্জের ৩জন, হাজীগঞ্জের ৫জন, কচুয়ার ২জন, হাইমচরের ১জন, মতলব দক্ষিণের ৪জন রয়েছেন।

একই দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে ২০জনকে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ৯৫টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৪.২১%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৭৮২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪৩জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫৩১০জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২২৯জন। আক্রান্তদের মধ্যে ১১জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)