চাঁদপুরে ৪২০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারডুবি : ট্রলার নিখোঁজ

শাওন পাটওয়ারী :
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে শাহ সিমেন্টের ৪২০০ বস্তা সিমেন্ট নিয়ে ‘রফিক-২’ নামের ট্রলার ডুবে গেছে। ট্রলারটির সন্ধানে নদীতে কাজ করছে বিআইডব্লিউটিএ ডুবরি দল। রোববার সন্ধ্যা পর্যন্ত ট্রলারটির কোনো সন্ধান পায়নি ডুবুরিরা।

রোববার সকাল সাড়ে ১১টায় ঝড়ের কবলে পড়ে ডাকাতীয়া নদীর নতুনবাজার লন্ডনঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সিমেন্টগুলো ছিল শাহ সিমেন্টের ডিলার মের্সাস মৃধা ট্রেডার্সের।

ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান জানান, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের ৪২০০ বস্তা সিমেন্ট সকালে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১৩০ বস্তা সিমেন্ট রক্ষা করতে পেরেছি। হঠাৎ ঝড়-বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাত হয়ে নদীতে ডুবে যায়। এ সময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত হয়েছেন। আরো প্রায় ১৫জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পায়।

বিআইডব্লিউটিএ’র চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটির সন্ধানে আমাদের ডুবরি দল কাজ করছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিক গুরুতর আহত হয়নি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)