নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৪৭জনের করোনার শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩০জন, ফরিদগঞ্জের ৭জন, হাজীগঞ্জের ৩জন, কচুয়ার ২জন, হাইমচরের ২জন, মতলব উত্তরের ১জন, শাহরাস্তির ২জন রয়েছেন।
একই দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে ১২জনকে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৫২টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৮.৬৫%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৮২৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪৩জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫৩২২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২৬৪জন। আক্রান্তদের মধ্যে ৯জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকীরা হোম আইসোলেশনে আছেন।