চাঁদপুরে ৫শ’ লিটার চোরাই তেলসহ ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫শ’ লিটার চোরাই তেলসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার দশআনী এলাকায় নদীতে এই অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামান জানান, বুধবার বিকেলে কোস্টগার্ডের একটি দল নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে নদীতে টহল দিচ্ছিল। তখন গোপন সংবাদ পেয়ে মতলব উত্তরের দশানি এলাকায় একটি অবৈধ তেল পাচারকারী বোটকে ধাওয়া দেয়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী একটি চরে তেলসহ স্টিলবডি নৌকা রেখে পালিয়ে যায় তেল চোরাচালানকারী দলের সদস্যরা। জব্দকৃত নৌকায় ১৪ জ্যারিক্যানে আনুমানিক ৫শ’ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, পদ্মা-মেঘনা নদী দিয়ে চলাচলকারী বিভিন্ন ওয়েল ট্যাংকার হতে কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই তেল নামিয়ে অবৈধভাবে বিক্রি করে এসছে চোরাচালানকারী অবৈধ চক্ররা।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)