নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তরে ৫০ লিটার চোলাই মদ’সহ শ্রী দাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বুধবার রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে থানায় কর্মরত এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোঃ আবদুল আউয়াল’সহ ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী শ্রী দাম (৬০)কে ৫০ লিটার চোলাই মদ’সহ আটক করা হয়। সে ঋষিকান্দি গ্রামের মৃত রমেশ এর ছেলে।
জানা যায়, মতলব উত্তর থানাধীন দূর্গাপুর ইউনিয়নের ঋষিকান্দি গ্রামের রক্ষাকালী মন্দির এর পূর্ব উত্তর পার্শ্বে মাদক ব্যবসায়ী শ্রীদাম তার বসতঘর থেকে ৫০ লিটার চোলাই মদ’সহ আটক করে থানা পুলিশ।
এ সময় আটক আসামীর বসতঘর তল্লাশী করে তাদের খাটের পার্শ্বে হতে ১টি নীল রংয়ের মুখ বন্ধ প্লাস্টিকের ড্রাম যাহার ভিতর ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। বৃহস্পতিবার আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।