নিজস্ব প্রতিবেদক :
লকডাউনে ঘরবন্দী অসহায় ও হতদরিদ্র ৫১২টি পরিবারের মাঝে চাঁদপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় ১০০টি বেদে পরিবার, ২০০টি অটোরিকশা পরিবার, ২০০টি সিএনজি পরিবার ও ১২টি হতদরিদ্র পরিবার মাঝে চাল বিতরণ করা হয়। প্রতিদিন জেলা প্রশাসনের চাল বিতরণের এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে বলে জানান জেলা প্রশাসক।
ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সারাদেশের ন্যায় চাঁদপুরেও লকডাউন চলছে আর এই লকডাউন এর কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যার মধ্যে অনেকেই আছেন দিন এনে দিন খায়। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমরা প্রতিজনকে ৫ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার “দেশের একটি মানুষ না খেয়ে থাকবে না”। আশা করি করোনায় কেউ না খেয়ে থাকবে না। পর্যাক্রমে আমরা সকল হতদরিদ্রদের মাঝে ত্রাণ তুলে দেওয়ার চেষ্টা করবো। এসময় তিনি আর্থিকভাবে সচ্ছল সকলকে অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, এনডিসি মেহেদী হাসান মানিক, নির্বাহী মাজিস্ট্রেট আবিদা সিফাত প্রমুখ।