চাঁদপুরে করোনায় ১জনের মৃত্যু : শনিবার আক্রান্ত ৪৭জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম দিলীপ চন্দ্র সরকার (৬৫)। তার বাড়ি ফরিদগঞ্জের কড়ৈতলী এলাকায়। গত ১৪ এপ্রিল তিনি করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর পৌনে ৪টার দিকে তিনি মারা যান।

এদিকে চাঁদপুরে শনিবার আরো ৪৭জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ২৪জন, কচুয়ার ৭জন, হাজীগঞ্জ ৬জন, ফরিদগঞ্জ ১জন, শাহরাস্তির ৮জন এবং হাইমচর ১জন। একই দিনে ২১জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৫জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ৩জন, শাহরাস্তির ১জন ও কচুয়ার ১জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮২৮জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ১০৪জন। সুস্থ হয়েছেন ৩০৭৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৪৮জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২০জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার মোট ১৯০জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)