নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১৩৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪.৩১%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, ফরিদগঞ্জের ১জন, মতলব দক্ষিণের ১জন, কচুয়ার ১জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। এ দিন কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯০২৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৭জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৬৩৯জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫২জন। এরা সবাই হোম আইসোলেশনে আছেন। সরকারি হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নন-কোভিড ২৭জন রোগী ভর্তি থাকলেও বর্তমানে করোনায় আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি নেই।