নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ কাজী বাসির মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, উপ-পরিদর্শক (এসআই) মাহদী হাসান উপজেলার কালিয়াপাড়া এলাকায় চেকপোস্ট বসান। এ সময় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সা থেকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিবির বাজার অরণ্যপুর এলাকার কাজী মৃত ওমর আলীর ছেলে কাজী বাছির মিয়াকে একটি কালো ট্রাভেল ব্যাগে রক্ষিত ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।