নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের (কলেজ) সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদ অর্জন করেছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন । গত ৮ আগস্ট জেলা পর্যায়ের অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের কাছ থেকে তিনি এ সংক্রান্ত সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদ গ্রহণ করেন।
উল্লেখ্য, ড. মোঃ মাসুদ হোসেন এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) এর সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদ অর্জন করেন।