চাঁদপুর জেলায় এসএসসিতে পাশের হার ৮৭.৬২ : জিপিএ-৫ পেয়েছে ১৬৬২জন

এসএসসি ও সমমান মিলিয়ে পাশ করেছে ৩১৮৫২জন, মোট জিপিএ-৫ পেয়েছে ২০২৭

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় এবারের এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৮৭.৬২ ভাগ। জেলার ২৭ হাজার ৪০জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৬৯৩জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৬২জন শিক্ষার্থী।

এছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা জেলায় পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৯৭৪জন। পাশ করেছে ৩১ হাজার ৮৫২জন শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৭জন। দাখিলে পাস করেছে ৬ হাজার ৮৭৮জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৫জন। আর ভোকেশনালে পাস করেছে ১ হাজার ২৮১জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১০জন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরো জানায়, চাঁদপুর সদর উপজেলায় এসএসসিতে পাস করেছে ৪ হাজার ৬৮৬জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯৮জন শিক্ষার্থী। হাইমচর উপজেলায় পাস করেছে ৬৮৭জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১জন শিক্ষার্থী। কচুয়া উপজেলায় পাস করেছে ৩ হাজার ৮৪২জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬১জন শিক্ষার্থী। মতলব দক্ষিণ উপজেলায় পাস করেছে ২ হাজার ২৯১জন। ফরিদগঞ্জ উপজেলায় পাস করেছে ৩ হাজার ৮৬৮জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৩জন শিক্ষার্থী। হাজীগঞ্জ উপজেলায় পাস করেছে ৩ হাজার ১৭৬জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৪জন শিক্ষার্থী। শাহরাস্তি উপজেলায় পাস করেছে ২ হাজার ৭১২জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮১জন শিক্ষার্থী। মতলব উত্তর উপজেলায় পাস করেছে ২ হাজার ৪৩১জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪জন শিক্ষার্থী।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)