নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলায় বর্তমানে বিদেশফেরত ১জন হোম কোয়ারেন্টাইনে আছেন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ১৩জন। নতুন করে আর কেউ বিদেশ থেকে দেশে ফিরেন নাই। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ২১৭৪জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। আর আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩জন।
সিভিল সার্জন সিভিল সার্জন ডা: শাখাওয়াত উল্যাহ জানান, চাঁদপুরে করোনা সন্দেহে বৃহস্পতিবার যে ১০জনের নমুনা সংগ্রহ করে কুমিল্লা হয়ে ঢাকায় পাঠানো হয়েছে তাদের রিপোর্ট এখনো (সোমবার সকাল ১১টা পর্যন্ত) আসেনি।
সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, ১ মার্চ থেকে চাঁদপুর জেলায় বিদেশ প্রত্যাগত মোট লোক সংখ্যা ৫১৪৬জন।