চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় যাদের নাম

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বাধীন নির্বাচিত পরিষদ গত ১৭ এপ্রিল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী এখন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিবে সরকার। প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত জেলা পরিষদের একক দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এরপর নির্বাচনের মাধ্যমে পরবর্তী পরিষদ গঠিত হবে।

বর্তমান পরিষদ বিলুপ্ত ঘোষণার সাথে সাথে সারা জেলায় ব্যাপক জল্পনা-কল্পনা ও আলোচনা হচ্ছে জেলা পরিষদের প্রশাসক নিয়ে। কে হবেন জেলা পরিষদের পরবর্তী প্রশাসক? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত বিষয় হওয়ায় স্থানীয় পর্যায়ে এই প্রশ্নের সদুত্তর নেই কারো কাছেই।

বিভিন্ন সূত্রে জেলা পরিষদের প্রশাসক হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। প্রশাসকরা পরবর্তী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবেন না বলেও শোনা যাচ্ছে। একটি সূত্র আভাস দিয়েছে, প্রশাসক মনোনীতদের কাছ থেকে এ ব্যাপারে আগাম লিখিতও রাখা হতে পারে। এটি সত্যি হলে অনেক হেভিওয়েট নেতা/আমলা প্রশাসক হতে অনাগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আইনে এমন কোনো বিষয় উল্লেখ নেই।

চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন- বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সহ-সভাপতি মনজুর আহমেদ মঞ্জু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া। এর মধ্যে নাছির উদ্দিনের নাম আলোচনায় থাকলেও তিনি কোথাও এ ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেননি।

এছাড়া সরকারের অবসরপ্রাপ্ত আমলাদের মধ্যে সাবেক পরিকল্পনা সচিব নুরুল আমিন, সাবেক ভূমি সচিব মাকসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাউদ্দিন আহমেদের নাম শোনা যাচ্ছে।

শেয়ার করুন

মন্তব্য করুন