নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা বিএনপির সেক্রেটারি প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের বাড়িতে হামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ষোলঘর এলাকার বিটি রোডস্থ দেওয়ান সফিকের বাসায় হামলা হয়। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ সময় দেওয়ান সফিকুজ্জামান এ সময় বাসায় ছিলেন। তিনি জানান, ছাত্রদলের কিছু নেতা-কর্মী আকস্মিকভাবে হামলা করে। হামলায় বাড়ির বিভিন্ন জানালার কাঁচ ভাঙ্গা হয়। হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে।
তিনি আরো বলেন, আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় এবং প্রার্থীতা প্রত্যাহার না করায় আমাকে, আমার কাউন্সিলর ও আমার অনুসারী নেতা-কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এ কারণেই আমার বাসায় হামলা হয়েছে। তবে আমি শেষ পর্যন্ত প্রার্থী থাকবো।
বিস্তারিত আসছে….