চাঁদপুর পৌর নির্বাচন : কে হচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী?

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হচ্ছেন কে? এই প্রশ্ন এখন পৌর এলাকাজুড়ে। বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি আওয়ামী লীগেও এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। সাধারণ জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় ফরম বিতরণ করা হয়। মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা। আজ বুধবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিতক হবে। এরপর চূড়ান্ত হবে প্রার্থী।

পূর্বে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৪জন। তারা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

স্থানীয় বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা এই ৪জনকেই হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। তাই একক প্রার্থী মনোনীত করতে যেয়ে নেতৃবৃন্দকে অনেক বেগ পেতে হবে বলে তৃণমূলের নেতা-কর্মীদের ধারণা।

অন্যদিকে আওয়ামী লীগও তাকিয়ে আছে বিএনপির প্রার্থীর দিকে। কোন নেতা প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা জমবে, কোন নেতা প্রার্থী হলে আওয়ামী লীগের প্রার্থীর জন্য সুবিধা হবে- এ নিয়ে চলছে নানা বিচার-বিশ্লেষণ।

তবে বিএনপির দলীয় ফরম সংগ্রহের পর সব প্রার্থী গণমাধ্যমকে বলেছেন, তারা ঐক্যবদ্ধ। দলীয় সিদ্ধান্ত তারা মেনে নেবেন। ফলে মনোনয়ন বঞ্চিত কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা কম।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)