নিজস্ব প্রতিবেদক :
দৈনিক চাঁদপুর প্রবাহের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০ বছরে পদার্পণ উপলক্ষে সোমবার পত্রিকা কার্যালয়ে প্রতিনিধি সম্মেলন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এবার একান্ত ঘরোয়া পরিবেশে এই আয়োজন করা হয়।
চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আল-ইমরান শোভনের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র রিপোর্টার যথাক্রমে আব্দুস সোবহান রানা, তালহা জুবায়ের, কবির হোসেন মিজি, শাওন পাটোয়ারী, শরীফুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ঋষিকেশ, বাবুরহাট প্রতিনিধি গাজী মোঃ মহসিন প্রমুখ।
মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পত্রিকার যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ। পরে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সম্মেলনে বক্তারা চাঁদপুর প্রবাহের নিরবচ্ছিন্ন প্রকাশনায় পাঠক, গ্রাহক ও বিজ্ঞাপনদাতাদের কৃতজ্ঞতা জানান। চাঁদপুর প্রবাহের ভবিষ্যৎ অগ্রযাত্রায় অতীতের মতো সবার সহযোগিতা কামনা করা হয়।