নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী অসুস্থ হয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, কিডনি ও হৃদরোগে ভুগছেন। সোমবার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ইকরাম চৌধুরীর ছোট ভাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী জানান, বুকে ও পেটে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ইকরাম চৌধুরী দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ও জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি।