নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর লঞ্চঘাটে স্থাপন করা হয়েছে ভাইরাস নিষ্ক্রিয়করণ গেইট। সোমবার বিকেলে এই গেইট চালু হয়েছে।
চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগে তার প্রতিষ্ঠিত করোনা বিষয়ক স্বেচ্ছাসেবক টিম ’কিউআরসি’র মাধ্যমে এই গেইট স্থাপন করা হয়েছে।
কিউআরসি’র টিম লিডার নাজমুল হাসান বাঁধন বলেন, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে যাত্রীদের সুরক্ষিত রাখতে এই গেইট ব্যবহার করা হচ্ছে।