ছবি : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের ফাইল ফটো।
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের খাবার হোটেলসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার চাঁদপুর শহরের কালী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শহরের কালীবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে সিটি ইলেকট্রনিক্সকে ২০ হাজার টাকা, গ্রান্ড সিটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকাসহ সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ১০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান নুর হোসেন।