নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরে করোনায় আক্রান্ত আরো ১জনের মৃত্যু হয়েছে। তার নাম মমতাজ বেগম (৮৫)। চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের বাসিন্দা তিনি।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল চাঁদপুর প্রবাহকে জানান, মমতাজ বেগম মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ওই দিন বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, হাসপাতালে ভর্তির পর মমতাজ বেগমের নমুনা সংগ্রহ করা হয়। রাতে তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। বুধবার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ২৪১জন।