শাওন পাটওয়ারী :
চাঁদপুর শহরের পুরানবাজারের মেরকাটিজ রোড এলাকায় পিকাপভ্যানের চাপায় সোহাগ (৪) নামের এক শিশু পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় পিকাপভ্যানের চালককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে পুরানবাজার মেরকাটিজ রোডের গাজীবাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনাস্থলে শত শত এলাকাবাসী ঘাতক পিকাপভ্যানের চালকের বিচারে দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুরানবাজার পুলিশ ফাড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিস্তারিত আসছে….