শরীফুল ইসলাম :
চাঁদপুর শহরের পুরাণবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে ঝড়-বৃষ্টির পর এই ঘটনা ঘটে। এতে শামীম (১৭) ও মিনহাজ (১৫) নামের দুই কিশোর গুরুতর আহত হলে তাদের সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতরা স্থানীয় লালুর দোকান এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব রামদাসদীতে মাঠে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন শামীম ও মিনহাজ। এ সময় হাফেজ খান (৭৫) নামের এক বৃদ্ধও আহত হন।
এদিকে এই ঘটনার পর সদর হাসপাতালে নিহতদের স্বজন ও হাসপাতালের স্টাফদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। মৃত ঘোষণার পরপরই স্বজনদের লাশ নিতে না দেওয়ায় হাসপাতালের স্টাফদের উপর হামলা করে স্বজনরা। পরে স্বজনদের হামলা করে হাসপাতালের স্টাফরা। এ ঘটনায় আহতরা হলেন- শিহাবুল হাসান শান্ত, বাদল হোসেন, আলামিন, অন্তর শীল ও তুহিন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।