নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার একদিনে ৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১জন’ই চাঁদপুর সদর উপজেলার। এছাড়া মতলব উত্তরের ৪জন, হাজীগঞ্জের ১জন ও ফরিদগঞ্জের ৭জন রয়েছেন। একই দিনে ২৩জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৮জন, হাজীগঞ্জের ৪জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ৫জন ও শাহরাস্তির ৪জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, শুক্রবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ১২৬জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৫৩জনের করোনা পজেটিভ। শনাক্তের হার ৪২.০৬%। তবে এ দিন রেপিড এন্টিজেন টেস্ট হয়নি বলেও সূত্র জানিয়েছে।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৬৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২৭জন। সুস্থ হয়েছেন ৪৮৭৭জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৬৪জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২১জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, শুক্রবার সদর হাসপাতলের আইসোলেশন ওয়ার্ডের ১৪জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ৯২.৮৫ ভাগ। বিষয়টি উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।