চাঁদপুর সদর উপজেলার ৩১ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

শরীফুল ইসলাম :
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দিন যত ঘনিয়ে আসছে আয়োজক আর কারিগররা তত ব্যস্ত সময় পার করছেন। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে তা সমাপ্ত হবে।

এ বছর চাঁদপুর সদর উপজেলায় ৩১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে শুনা যাচ্ছে। সদর উপজেলা পূজা উদর্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষন চন্দ্র সূত্রধর জানান, আমরা সদর উপজেলার পূজার আয়োজকদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। গত বছরের তালিকা অনুযায়ি ১টি পূজা হবে না বলে জানতে পেরেছি। বাকি সকল মন্ডপে পূজা হবে।

এ বছর যেসব মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা পূজা মন্দির, রামকৃষ্ণ আশ্রম, কুন্ডু বাড়ি, মজুমদার বাড়ি, বাতাসা পট্টি বারোয়ারি মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির, হরিসভা মন্দির, পুরানবাজার ঘোষপাড়া, জাফরাবাদ পালপাড়া, নিতাইগঞ্জ রঞ্জিত দাসের বাড়ি, পাল পাড়া শীতলা মায়ের মন্দির, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনিন পূজা মন্ডপ, দাসপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, পুরানবাজার হরিজন পল্লী, মহামায়া দত্ত বাড়ি, মৈশাল বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, শিলন্দিয়া কুলদাদের বাড়ি পূজা মন্ডপ, দামদরদি কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি, প্রতাপ সাহা রোড দুর্গাপূজা মন্ডপ, চর বাকিলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বাবুরহাট রমেশ দের বাড়ি পূজা মন্ডপ, স্বর্ণখোলা রোড মা সন্তুষি মায়ের মন্দির, রেলওয়ে হরিজন পল্লী মহাববীর মন্দির, ডাসাদী বড় সূত্রধর বাড়ি দুর্গোৎসব, পানের গোলা সার্বজনীন দুর্গাপূজা, ডাসদী সুরেশ দাসের বাড়ি, পুরানবাজার নবতারা সার্বজনীন পূজা মন্ডপ ও বালিয়া রাধা গোবিন্দ মন্দির।

গত কয়েক দিন ধরে চাঁদপুর শহরের মন্দিরগুলোতে দেখা যাচ্ছে প্রতিমা তৈরির কারিগরগন লোকজন নিয়ে খর কুটা দিয়ে দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করেছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন বর্ষ পঞ্জিকার তিথি দেখে শুভ দিনক্ষণে প্রতিমা তৈরির অর্ডার দিচ্ছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)