চাঁদপুর সদর উপজেলায় নতুন করোনায় আক্রান্ত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলায় বুধবার নতুন করে আরো ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯জনের ঠিকানা শনাক্ত করতে পেরেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ। বাকীদের মোবাইল নম্বর রিসিভ না করায় তাদের ঠিকানা জানতে পারেনি তারা।

নতুন আক্রান্তরা হলেন- শহরের মাদ্রাসা রোডের ১ পুরুষ (৩৬), পুলিশ সদস্য ও পরিবারবর্গের ১ মহিলা (২৮), ১ মহিলা (২৬) ও ১ মেয়ে শিশু (৫), মমিনপাড়ার ১ পুরুষ (৪২), ১ বৃদ্ধ (৬৭) ও উপসর্গে মৃত ১ বৃদ্ধ (৭২), দর্জিঘাট বঙ্গবন্ধু সড়কের উপসর্গে মৃত ১ পুরুষ (৫৫), সদর হাসপাতাল কোয়ার্টারের ১ পুরুষ (৫০), সদর হাসপাতালের করোনার ওয়ার্ডে কর্মরত ১ পুরুষ (৪৭), হাজী মহসিন রোডের ১ পুরুষ (৬৪), চিত্রলেখা এলাকার ১ মহিলা (৪০), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১ যুবক (২২), স্টেডিয়াম রোডের ১ পুরুষ (৪৩), ১ যুবক (২৫), কোড়ালিয়ার ১ যুবক (৩২), তরপুরচন্ডীর ১ যুবক (৩৫) রামপুরের ৫নং ওয়ার্ডের ১ মহিলা (৫৫), শাহাতলী বাজারের ১ মহিলা (২৭)।

শেয়ার করুন

মন্তব্য করুন