করোনায় আক্রান্ত ডা. সাগরের অভূতপূর্ব অনুভূতি- ‘রিপোর্ট পজিটিভ, আমিও পজিটিভ’

নিজস্ব প্রতিবেদক :
‘সমাজহিতৈষী, মানবিক একজন ডাক্তার সোহেল।…রোগীদের সেবা দিতে গিয়ে আজ সে করোনা আক্রান্ত।…সোহেল, মনোবল হারাবে না। ইনশাআল্লাহ অতিদ্রুতই তুমি সুস্থ হয়ে উঠবে। দোয়া, দোয়া এবং দোয়া।’

গত ১৮ জুন নিজ গ্রামের (ফরিদগঞ্জের মদনেরগাঁও) অনুজ চিকিৎসকের করোনায় আক্রান্তের খবরে নিজের ফেইসবুক পেইজে এমন স্ট্যাটাস দেন ডা. হারুন-অর-রশিদ সাগর। এর ৫ দিন পর ২৩ জুন নিজের অসুস্থতার খবর জানান দেন তিনি।

‘আমি আছি আপনাদের সাথে এখনো, তখনো থাকতে চাই। মানুষের কাছাকাছি থাকতে আমার ভাল্লাগে। এটা আমার সহজাত বিষয়। আমার প্রভু, আমার আল্লাহ তায়ালা নিশ্চয়ই ভালো জানেন সেটা। দোয়া চাই, সুস্থ হয়ে উঠার জন্য। রিপোর্ট যা আসার আসুক, তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য আপনার প্রার্থনায় থাকতে চাই।’

করোনাকালে তার ২৪ ঘন্টার মোবাইল চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আগাম কৈফিয়ৎ জানাতে আরো যোগ করলেন- ‌’আমি আসলে কাউকে আমার অসুস্থতার কথা জানাতে চাই নাই। কিন্তু আপনাদেরকে সেবা দেওয়ার প্রবাহে ভাটা পড়ছে স্বাভাবিকভাবেই, তাই জানানো উচিত মনে করলাম। আর দোয়া পাওয়ার লোভ তো হতেই পারে!’

এরপর ২৬ জুন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জেনে অভূতপূর্ব অনুভূতি প্রকাশ করলেন এই চিকিৎসক- ‘রিপোর্ট পজিটিভ। আমিও পজিটিভ। আল্লাহ যা ভালো রেখেছেন তাই হবে। দোয়া যা করছেন আপনারা, আমি কি ততটা প্রাপ্য!’

ভবিষ্যৎ পরিকল্পনা জানান দিলেন এভাবে- ‌’এ যাত্রায় বেঁচে গেলে আপনাদের মাঝে আরো বেশি করে হারিয়ে যেতে চাই। আমার সর্বস্ব বিলীন করে মিশে যেতে চাই। আপনাদের একজন হয়ে বেঁচে থাকতে চাই দেয়ালের উভয় পাশেই।’

আরেক দফা কৈফিয়ৎ দিলেন- ‘আপনারা ফোনে আমাকে না পেলে কিংবা আমি না ধরলে মনে কষ্ট নিয়েন না। আমার শারীরিক অবস্থা আগের চাইতে ভালো। বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধুদের পরামর্শক্রমেই চিকিৎসা চলছে। আইসোলশনেও থাকতে হবে আরো কিছু দিন। আর নেগেটিভ না হওয়া পর্যন্ত তো কিছুটা টেনশন তো থাকবেই।দোয়া কইরেন।’

চাঁদপুরে করোনাকালে সরকারি চিকিৎসকদের বাইরে যেসব চিকিৎসক রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তাদের মধ্যে আলোচনার শীর্ষে ডা. সাগরের নাম। জেলা বিএমএ’র সাবেক সভাপতি এই জেনারেল প্যাকটিশনার অন্যান্য রোগের পাশাপাশি করোনা বিষয়ে মোবাইল ফোনে চিকিৎসা সেবা দিয়ে আসছেন দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই।

করোনা পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘন্টা মোবাইলে স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি খাবার নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন-অর-রশিদ সাগর। তার প্রতিষ্ঠিত বেলভিউ হাসপাতাল (প্রা.)ও চালু রেখেছেন পূর্ণমাত্রায়। যুক্ত আছেন চাঁদপুর বিএমএ ও ফরিদগঞ্জের আরেকটি সংগঠনের টেলি মেডিসিন সেবার সাাথে।

কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও স্বল্প আয়ের লোকদের জন্য করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নিজের সামর্থ্যরে সবটুকু দিয়ে তাদের পাশে দাঁন তিনি। প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাবার পৌঁছে দেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, লবন, আটা, পেঁয়াজ। সাথে ছিল হাত ধোয়ার সাবান।

করোনাকালে চাঁদপুরে বৃহৎ পরিসরে করোনাদুর্গত মানুষকে একযোগে ফ্রি চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদানের এমন নজির নেই আর কোনো পেশাদার চিকিৎসকের ক্ষেত্রে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ডা. সাগর চাঁদপুরে করোনাকালের শুরুতে ১৭ মার্চ থেকে করোনা ভাইরাস’সহ বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২৪ ঘন্টা তিনি মোবাইল ফোনে চিকিৎসা সেবামূলক পরামর্শ দিয়ে আসছেন যা করোনা ভাইরাস শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

তবে নিজে করোনায় আক্রান্ত হওয়ার পর এই করোনাযোদ্ধা সহকর্মী চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে থাকায় তার চিকিৎসা সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। তাই বলে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। যখনি সুযোগ পান সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তার একটাই চাওয়া- দ্রুত সুস্থ হয়ে ফরিদগঞ্জ তথা চাঁদপুরের মানুষের চিকিৎসা সেবায় আবার পূর্ণমাত্রায় আত্মনিয়োগ করবেন তিনি।

ডা. সাগর অসুস্থ হওয়ার পর থেকেই তার মাতৃভূমি ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া, আর্শীবাদ, সমবেদনা ও শুভ কামনা জানিয়ে আসছেন। ফেইসবুকে শত শত পোস্টে হাজার হাজার মানুষের আবেগ-অনুভূতি ও প্রত্যাশা দেখে তিনি নিজেই অভিভূত। বললেন- ‘মানুষ আমায় এতটা ভালোবাসে আগে জানতাম না’।

বাংলাদেশে বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির তার বন্ধু সাগরকে নিয়ে ফেইসবুকে লিখেছেন- ‘আমার ডাক্তার বন্ধুগন একে একে করোনায় আক্রান্ত হয়ে যাচ্ছেন মনটা ব্যাথায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। বন্ধু সাগর, নাজমুল, শুভ তোমরা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো, আমি’সহ আমার সকল শুভাকাংখীরা তোমাদের জন্য দোয়া করছি।’

মোঃ রুবেল সরকার নামে একজন লিখেছেন- ‘সময়ে অসময়ে চিকিৎসা সেবা পাওয়ার জন্য যার কাছে ছুটে যাই, ডাঃ হারুন অর রশীদ (সাগর) ভাই!!’

এস এম সোহেল রানা লিখেছেন- ‘চাঁদপুরের মানবিক ডাক্তার একজন ডাক্তার হারুন অর রশিদ সাগর ভাই দিন-রাত সাধারণ মানুষের সেবা দিতে গিয়ে আজ নিজেই অসুস্থ হয়ে পড়ছেন।’

ডা. সাগর নিজে অসুস্থ হওয়ার ক’দিন আগেই তার অনুজ ডা. সোহেলের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। ইতিমধ্যে ডা. সোহেল করোনা থেকে মুক্ত হয়েছেন। এখন ডা. সাগরের শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীদের চাওয়া- দ্রুত সুস্থ হয়ে উঠুক ডা. সাগর।

শেয়ার করুন

মন্তব্য করুন