শাওন পাটওয়ারী :
চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন ৬ ডিসেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া হাইমচর উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। এছাড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন ১১ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর হতে পারে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বুধবারের মধ্যে বিষয়টি নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের এক সভায় এসব বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। কার্যকরী কমিটির সভা আহ্বান করলেও কার্যত তা বর্ধিত সভায় রূপ নেয়। সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভাসূত্রে উপরোক্ত তথ্য জানা গেছে।
সূত্রগুলো আরো জানায়, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন হলেও ভেন্যু অপরিবর্তিত রয়েছে চাঁদপুর স্টেডিয়ামেই। জেলা সম্মেলনও পরবর্তীতেে সেখানেই হতে পারে।