নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন আসিফ মহিউদ্দিন। বুধবার পুলিশ সুপার কার্যালয়ে নবাগত এই পুলিশ কর্মকর্তা যোগদান করার পর ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার)।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ পিপিএম (হাজীগঞ্জ সার্কেল) উপস্থিত ছিলেন। এছাড়া চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদের নেতেৃত্বে মডেল থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে। তিনি সদ্যবিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধা সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।