চাঁদপুর সদর হাসপাতালের অক্সিজেন প্লান্ট উদ্বোধন

কবির হোসেন মিজি :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল চত্বরে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে  অনলাইন প্লাটফর্মে ভার্চুয়ালি অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এর আগে সোমবার রাতে প্রথম বারের মতো লিকুইড অক্সিজেন আসার পর গত দু’দিন ধরে প্লান্টের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। বুধবার পুরোদমে অক্সিজেন সরবরাহ হচ্ছে এই প্লান্ট থেকে। এর ফলে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীদের প্রধান চিকিৎসা কেন্দ্রে অক্সিজেনের হাহাকার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সুপার সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

চাঁদপুর সিভিল সার্জন অফিসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. মাহমুদুন্নবী মাসুম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির চাঁদপুর প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ দিদারুল আলম প্রমুখ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্বোধনের আগেই পরীক্ষামূলক কার্যক্রমের সময় থেকে সদর হাসপাতালের অনেক রোগী সেখান থেকে অক্সিজেন পাওয়া শুরু করেছেন। চাঁদপুরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অক্সিজেনের জন্য হাহাকার চলাকালে প্লান্ট চালুর খবরে জেলাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানুষের সেই স্বস্তির খবর জানা যাচ্ছে।

এর আগে চাঁদপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে নির্মিত অক্সিজেন প্লান্ট স্থাপনের সব কাজ প্রায় দুই সপ্তাহ আগে শেষ হলেও লিকুইড অক্সিজেনের অভাবে এতদিন এর কার্যক্রম চালু করা যাচ্ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর বহুল প্রত্যাশিত লিকুইড অক্সিজেন এসে পৌঁছে সোমবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে। প্রায় দুই ঘন্টাব্যাপী অক্সিজেন লোড করা হয় প্লান্টে। এরপর শুরু হয়েছে পরীক্ষামূলক কার্যক্রম (ট্রায়াল)।

এ বিষয়ে চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, লিকুইড লোড করলেই সবাইকে অক্সিজেন দেয়া সম্ভব হবে না। অক্সিজেন মিটারসহ ভিতরে আরো কিছু আনুষঙ্গিক কাজ বাকী রয়েছে। মিটার আসলে এবং লাইন ক্লিয়ারসহ সব কিছু ঠিকঠাক থাকলে সব রোগীরা লিকুইড অক্সিজেন পাবে। তবে উদ্বোধনের দিন থেকেই অক্সিজেন পাচ্ছে অনেক রোগী। পর্যায়ক্রমে অচিরেই হাসপাতালে ভর্তিকৃত সব রোগী এর সুবিধা পাচ্ছে।

এদিকে চাঁদপুরে এই লিকুইড অক্সিজেন আসার খবরে চাঁদপুরবাসীর মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। আর এই লিকুইড অক্সিজেন প্লান্টটি চালু হলে অক্সিজেন সংকট থেকে মুক্তি পাবে সদর হাসপাতালের রোগীরা। উল্লেখ্য, চাঁদপুর জেলার প্রাতিষ্ঠানিক আইসোলেশন তথা করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন মোট রোগীর প্রায় ৭০ শতাংশ রোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)