নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আবারো করোনায় আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম হাসিনা বেগম (৫৫)। তার বাড়ি চাঁদপর সদর উপজেলার বহরিয়া এলাকার রঘুনাথপুর গ্রামে। রোববার রাতে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত ২৪৩জন মারা গেছেন।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসিনা বেগম গত শনিবার বিকেল ৩টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। রোববার রাত ১০টা ২০ মিনিটের দিকে তিনি সেখানে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।