নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গে ১০ ঘন্টার ব্যবধানে ২জনের মৃত্যু হয়েছে। তাদের দু’জনের বাড়ি কল্যাণপুর ইউনিয়নে।
তাদের দু’জনের নমুনা সংগ্রহ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য সাথে পাঠানো হয়েছে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবী টিম।
মঙ্গলবার দিবাগত (বুধবার) রাত পৌনে ১টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের মোঃ রাজ্জাক (৭০)।
এরপর বুধবার সকাল ১১টার দিকে একই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান একই ইউনিয়নের একই গ্রামের গৃহবধূ লাকী (৩৪)।
এছাড়া সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পল্লী চিকিৎসক আবু তাহের ভূঁইয়া (৬০) মারা গেছেন গত রাতে। স্থানীয়রা জানান, তিনি করোনার উপসর্গে মারা গেছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, তারা উপসর্গের তথ্য পাননি। তাছাড়া সদর উপজেলায় নমুনা সংগ্রহ বন্ধ থাকায় তার নমুনাও সংগ্রহ করা যায়নি।