শরীফুল ইসলাম :
করোনাভারইরাস কারণে উদ্ভূত পরিস্থিতিতে খেটে খাওয়া নির্মাণ শ্রমিক, রিক্সাচালক, হকার, সিএনজি স্কুটারচালক, অটোবাইক চালকসহ বিভিন্ন পেশার শ্রমিকরদের হাতে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি গত কয়েক দিন ধরে চাঁদপুর পৌর এলাকার ওয়ার্ড নেতা-কর্মীদের মাধ্যমে জীবাণুনাশক এসব পণ্য বিতরণ করেন।
তিনি জানান, করোনা আতঙ্ক নয়, সচেতনা করার লক্ষ্যে আমরা ওয়ার্ডে বাড়ি বাড়ি মাস্ক, সাবান ও স্যানিটাইজার পৌঁছে দিচ্ছি। আমরা চাঁদপুর শহরে প্রায় ৩ সহ¯্রাধিক মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করেছি। মানুষ যাতে ঘরে থেকে একটু সচেতন থাকে, তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অসহায়দের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, করোনা পরিস্থিতিতে অনেক জায়গায় শ্রমিকেরা কাজ করতে পারছেনা। এই পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে ভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা উপদেশ দিয়েছেন, তা সকলকে মেনে চলতে হবে।